ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে ৩৮,৯২৬ জন কর্মী নেওয়া হবে। 
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Read Now

আরও পড়ুন- 

 

মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ১৮ বছর বয়স হলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ৫ জুন, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ - ১৯৬৩টি

১) পোস্ট - বিপিএম (ব্রাঞ্চ পোস্ট মাস্টার)
বেতন - ১২,০০০/- টাকা

২) পোস্ট - এবিপিএম (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার)
বেতন - ১০,০০০/- টাকা

আরও পড়ুন- প্লেন অবতরণ করালেন অনভিজ্ঞ যাত্রী, দেখুন রোমহর্ষক ভিডিও

 

যোগ্যতা - উভয় পোস্টের ক্ষেত্রেই গণিত ও ইংরেজি বিষয় সহ মাধ্যমিক পাশ হতে হবে।

এছাড়াও আঞ্চলিক ভাষাতে কথা বলা ও সাইকেল চালাতে জানা বাধ্যতামূলক।

 

আরও পড়ুন- আপনি কি ট্রেন যাত্রী? জেনে নিন কবে কোন শাখায় কোন কোন ট্রেন বাতিল

 

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

আরও পড়ুন- দেখুন অশনির দাপটে ভেসে আসা সোনার রথের ভিডিও

 

নির্বাচন পদ্ধতি 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে গ্রামীণ ডাক সেবকের অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in এর মাধ্যমে ৫ জুন, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুন- ওপর দিয়ে চলে যাক  ট্রেন ,তাও মোবাইল ছাড়ব না- দেখুন রোমহর্ষক ভিডিও

আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/রূপান্তরকামী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন গ্রামীণ ডাক সেবকের অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ