ONGC-তে ৯৩২ জন কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এ বিভিন্ন পদে মোট ৯৩২ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 2/2022 (R&P)। ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে ২৮ মে, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতে নিয়োগ করা হবে -
১) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (সিভিল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ২৯,০০০/- টাকা - ৯৮,০০০/- টাকা
আরও পড়ুন -
২) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (প্রোডাকশন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল/কেমিক্যাল/পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ২৯,০০০/- টাকা - ৯৮,০০০/- টাকা
৩) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা এবং সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ২৯,০০০/- টাকা - ৯৮,০০০/- টাকা
৪) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিকাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ২৯,০০০/- টাকা - ৯৮,০০০/- টাকা
৫) জুনিয়র ডিলিং অ্যাসিস্ট্যান্ট (ট্রান্সপোর্ট)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - অটো/মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা/বিজনেস ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ২৯,০০০/- টাকা - ৯৮,০০০/- টাকা
৬) জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বিজ্ঞান বিষয় সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ২৬,৬০০/- টাকা - ৮৭,০০০/- টাকা
৭) জুনিয়র টেকনিশিয়ান (প্রোডাকশন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বিজ্ঞান বিষয় সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ২৬,৬০০/- টাকা - ৮৭,০০০/- টাকা
৮) জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডিং)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বিজ্ঞান বিষয় সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ২৬,৬০০/- টাকা - ৮৭,০০০/- টাকা
৯) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সার্ভেইং)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বিজ্ঞান বিষয় সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ২৬,৬০০/- টাকা - ৮৭,০০০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
এছাড়াও প্রতিটি পোস্টের ক্ষেত্রেই আবেদন পত্রে উল্লেখিত নির্দিষ্ট মান অনুযায়ী শারীরিক ভাবে সক্ষম হতে হবে।
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, স্কিল টেস্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে টাইপিং টেস্টের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা। কোন নেগেটিভ মার্কিং নেই। MCQ টাইপ প্রশ্ন করা হবে। এই পরীক্ষায় পাশ করলে পরবর্তী পরীক্ষা গুলি দিতে পারা যাবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ONGC এর অফিসিয়াল ওয়েবসাইট www.ongcindia.com এর মাধ্যমে ২৮ মে, ২০২২ এর মধ্যে।
আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না। টাকা জমা করতে হবে অনলাইনে।
একজন আবেদনকারী তিনটির বেশী পোস্টে আবেদন করতে পারবেন না।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ONGC এর অফিসিয়াল ওয়েবসাইট www.ongcindia.com।