ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: আসাম রাইফেলস এ মোট ১৩৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে ২০ জুলাই, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুনঃ-

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


মোট শূন্যপদ - ১৩৮০টি

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে যে পোস্টে আবেদন করতে হবে সেগুলি হল - 

১) হাভালদার (ক্লার্ক)(মহিলা ও পুরুষ উভয়েই)
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ/৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

২) নায়েব সুবেদার (রিলিজিয়াস টিচার)(পুরুষ)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - হিন্দি/সংস্কৃত বিষয় সহ গ্র্যাজুয়েট পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

৩) হাবিলদার (অপারেটর রেডিও অ্যান্ড লাইন)(পুরুষ)
শূন্যপদ - ৩৪টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের সার্টিফিকেট অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

৪) ওয়ারেন্ট অফিসার (রেডিও মেকানিক)(পুরুষ)
শূন্যপদ - ৩টি
শূন্যপদ - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

৫) রাইফেলম্যান (আর্মারার)(পুরুষ)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।


৬) নায়েব সুবেদার (ব্রিজ অ্যান্ড রোড)(পুরুষ)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

৭) রাইফেলম্যান (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট)(পুরুষ)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইংরেজি, গণিত, বায়োলজি ও বিজ্ঞান বিষয় সহ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

৮) রাইফেলম্যান (নার্সিং অ্যাসিস্ট্যান্ট)(পুরুষ)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - ইংরেজি, গণিত, বায়োলজি ও বিজ্ঞান বিষয় সহ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।


৯) রাইফেলম্যান (AYA) (মহিলা)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

১০) রাইফেলম্যান (ওয়াশর্ম্যান)(পুরুষ)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
এছাড়াও প্রতিটি পোস্টের ক্ষেত্রেই শারীরিক ভাবে সক্ষম হতে হবে।
বেতনক্রম - আসাম রাইফেলস এর নিয়ম বিধি অনুযায়ী বেতন প্রদান করা হবে।

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি  


লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ট্রেড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। প্রতিটি ধাপে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে আসাম রাইফেলস এর অফিসিয়াল ওয়েবসাইট www.assamrifles.gov.in  এ ২০ জুলাই, ২০২২ এর মধ্যে।
রিলিজিয়াস টিচার ও ব্রিজ অ্যান্ড রোডস এর পোস্টগুলোর জন্য আবেদন মূল্য ১০০/- টাকা। বাকি পোস্ট গুলির ক্ষেত্রে আবেদন মূল্য ২০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স - সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে  SBI এর কারেন্ট অ্যাকাউন্ট এ। 
A/c No. 37088046712 
IFSC Code - SBIN0013883
in favour of HQ DGAR, Recruitment Branch, Shilong - 10, SBI Laitkor Branch।

একাধিক পোস্টে আবেদন করা যাবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন আসাম রাইফেলস এর অফিসিয়াল ওয়েবসাইট www.assamrifles.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ