Kolkata Hospital Jobs: কলকাতার হাসপাতালে বিভিন্ন বিভাগে হাউস স্টাফ নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে কলকাতার লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালে বিভিন্ন বিভাগে হাউস স্টাফ নিয়োগ করা হবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর তারিখ ১৫ মে, ২০২৪।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - হাউস স্টাফ
যে বিভাগে নিয়োগ করা হবে সেগুলি হল -
১) গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্স
শূন্যপদ - ৬টি
২) মেডিসিন
শূন্যপদ - ১টি
আরও পড়ুনঃ সবার জন্য কাজের সুযোগ
৩) সার্জারি
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে এমবিবিএস ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৪ তারিখ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর তারিখ ১৫ মে, ২০২৪।
সময় - বেলা ১২টা থেকে দুপুর ২টো নেওয়া হবে।
ঠিকানা - Lady Dufferin Victoria Hospital, 1, Raja Rammohan Roy Sarani, Kolkata - 700009।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ