Private jobs: সবার জন্য কাজের সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।
আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
১) সংস্থার নাম - Crystal Group
পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
২) সংস্থার নাম - Cygnus Advertising
পোস্টের নাম - ক্লায়েন্ট সার্ভিসেস এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ০ - ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে ।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে hr@cygnusadvertising.in।
আরও পড়ুনঃ ন্যাশনাল টেস্ট হাউস এ কর্মী নিয়োগ
৩) সংস্থার নাম - Iskraemeco
পোস্টের নাম - এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ - ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে recruitment-india@iskraemeco.com।
৪) সংস্থার নাম - Rupdarshi
পোস্টের নাম - হিউম্যান রিসোর্সেস রিক্রুটার
সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৫) সংস্থার নাম - Mayoor School Siliguri
পোস্টের নাম - হোস্টেল ওয়ার্ডেন
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
শিলিগুড়িতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now