ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল টেস্ট হাউস এ কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৭ মে, ২০২৪ তারিখের মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) সিনিয়র ইয়ং প্রোফেশনাল (টেকনিক্যাল)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৭ মে, ২০২৪ তারিখ অনুযায়ী ৩৮ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৭০,০০০/- টাকা

মেয়াদ - ১ বছর

 

আরও পড়ুনঃ সরকারি দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ

২) জুনিয়র ইয়ং প্রফেশনাল (টেকনিক্যাল/ম্যানেজমেন্ট)

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৭ মে, ২০২৪ তারিখ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৪০,০০০/- টাকা

মেয়াদ - ১ বছর

কলকাতা, গাজিয়াবাদ ও গুয়াহাটিতে নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৭ মে, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র NTH এর অফিসিয়াল ওয়েবসাইট nth.gov.in থেকে ডাউনলোড করতে হবে। তারপর সিভি ও প্রয়োজনীয় তথ্যাদি সহ আবেদন পত্র ইমেল করে বা ডাকের মাধ্যমে জমা করতে হবে।

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NTH এর অফিসিয়াল ওয়েবসাইট nth.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ