ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

 

আরও পড়ুনঃ ভারতীয় রেল হুইল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

১) সংস্থার নাম -  Bandhan Life Science Pvt Ltd 

পোস্টের নাম - কাস্টোমার কেয়ার এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

২) সংস্থার নাম - BioMedix Optotechnik & Devices Pvt Ltd 

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

ব্যাচেলর ডিগ্রী/ডিপ্লোমা পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে ।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৩) সংস্থার নাম - M.P. Khaitan

পোস্টের নাম - রিসেপশনিস্ট 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now  

 

 

৪) সংস্থার নাম - Sulekha.com New Media Pvt Ltd 

পোস্টের নাম - টেলি মার্কেটিং

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now  

 

৫) সংস্থার নাম - BlueMasons

পোস্টের নাম - ইন্টেরিয়র ডিজাইনার 

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে  নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ