ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: ভারতীয় রেল হুইল ফ্যাক্টরিতে বিভিন্ন ট্রেডে ১৯২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - RWF /AT-16/ 627(2023-24)।

ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act, 1961 অনুযায়ী।

 

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ফিটার 

শূন্যপদ - ৮৫টি

 

২) মেশিনিস্ট

শূন্যপদ - ৩১টি

 

৩) মেকানিক (মোটর ভেহিকেল)

শূন্যপদ - ৮টি

 

৪) টার্নার

শূন্যপদ - ৫টি

 

৫) সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটর

শূন্যপদ - ২৩টি

 

৬) ইলেকট্রিশিয়ান

শূন্যপদ - ১৮টি

 

৭) ইলেকট্রনিক মেকানিক

শূন্যপদ - ২২টি

 

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - ১২,২৬১/- টাকা।
তবে সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটর ট্রেডের ক্ষেত্রে স্টাইপেন্ড ১০,৮৯৯/- টাকা।

ট্রেনিং এর মেয়াদ ১ বছর। কেবল সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটর ট্রেডের ক্ষেত্রে মেয়াদ ৬ মাস।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন RWF এর অফিসিয়াল ওয়েবসাইট www.rwf.indianrailways.gov.in

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে RWF এর অফিসিয়াল ওয়েবসাইট www.rwf.indianrailways.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - ' Office of the Principal Chief Personnel Officer, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka, Bangalore - 560064 '।

খামের ওপর লিখতে হবে - " Application for undergoing training under the Apprentices' Act, 1961 for the year 2023 - 24 in Rail Wheel Factory "।


আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডারের মাধ্যমে এই ঠিকানায় - in favour of ' Principal Financial Adviser/Rail Wheel Factory '।

তবে আবেদন করার আগে অবশ্যই www.apprenticeshipindia.gov.in এ রেজিস্ট্রেশন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RWF এর অফিসিয়াল ওয়েবসাইট www.rwf.indianrailways.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ