ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ



১) সংস্থার নাম : KreateCube

পোস্টের নাম : বিজনেস ডেভলমেন্ট এক্সিকিউটিভ

ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ - ৫ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম : Bengal Institute of Business Studies 

পোস্টের নাম: বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ

গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা, ভালো কমিউনিকেশন স্কিলস এবং  হিন্দি, ইংলিশ, বাংলা ভাষাতে দক্ষ হলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now



আরও পড়ুনঃ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ


৩) সংস্থার নাম : DTC Group

পোস্টের নাম: সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা এবং কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম : DTC Group 

পোস্টের নাম : ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট বিষয় দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৫) সংস্থার নাম : Potboiler Coffee 

পোস্টের নাম: কমিউনিটি এন্ড অপারেশন ম্যানেজার

মার্কেটিং এ ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ