Bharat Electronics Recruitment: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে (Bharat Electronics Limited Recruitment 2025) বিভিন্ন পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - BEL/HYD/2024-25/03।
আবেদন করতে হবে অনলাইনে ৯ এপ্রিল, ২০২৫ তারিখ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
বেতন - ২৪,৫০০/- টাকা - ৯০,০০০/- টাকা
২) টেকনিশিয়ান - C
শূন্যপদ - ২১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই/এসএসএলসি সহ ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ অথবা ৩ বছরের অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে।
বেতন - ২১,৫০০/- টাকা - ৮২,০০০/- টাকা
৩) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - বি.কম/বিবিএম ডিগ্রী পাশ হতে হবে।
বেতন - ২১,৫০০/- টাকা - ৮২,০০০/- টাকা
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে পারে ১ মার্চ, ২০২৫ তারিখ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন BEL এর অফিসিয়াল ওয়েবসাইট bel-india.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে BEL এর অফিসিয়াল ওয়েবসাইট www.bel-india.in এর মাধ্যমে ৯ এপ্রিল, ২০২৫ তারিখ এর মধ্যে।
আবেদন মূল্য ২৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে এর মাধ্যমে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BEL এর অফিসিয়াল ওয়েবসাইট bel-india.in/job-notifications