Private Jobs: একনজরে কোথায় কি চাকরি
স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে (Job Update) প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ (Company Recruitment) হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।
আরও পড়ুনঃ ১০০০ IDBI Bank শূন্যপদে এ নিয়োগ
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
১) সংস্থার নাম - Vxplore Technologies
পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞ / অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।
কেবল মহিলারা আবেদনের যোগ্য।
বালিতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
২) সংস্থার নাম - Stellar Green Solar Solutions
পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ - ৫ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
এগরাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৩) সংস্থার নাম - GTech Web Solutions Pvt Ltd
পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৪) সংস্থার নাম - Foxhog Ventures Corp. USA
পোস্টের নাম - পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৫) সংস্থার নাম - Fernweh
পোস্টের নাম - গ্রাফিক ডিজাইনার
সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now