Bank Recruitment : ১০০০ শূন্যপদে আই ডি বি আই ব্যাঙ্কে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ব্যাংকে ১০০০টি শূন্যপদে নিযুক্ত করা হবে। নিয়োগ করা হবে আই ডি বি আই ব্যাঙ্কে এক্সিকিউটিভ পদে (IDBI BANK Recruitment) । বিজ্ঞপ্তি নম্বর - 09/2024-25।
আবেদন করতে হবে অনলাইনে ১৬ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - এক্সিকিউটিভ (সেলস এন্ড অপারেশনস)
শূন্যপদ - ১০০০টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ হতে হবে (Graduate pass bank job)।
বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২৪ অনুযায়ী ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
পারিশ্রমিক - ২৯,০০০/- টাকা - ৩১,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
অনলাইন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারভিউ এবং প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অনলাইন পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর, ২০২৪।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IDBI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in।
১ বছরের চুক্তিভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে IDBI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in এর মাধ্যমে ১৬ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।
ইন্টিমেশান চার্জ সহ আবেদন মূল্য ১০৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ইন্টিমেশান চার্জ বাবদ কেবল ২৫০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IDBI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in।