ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

 

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফার নিয়োগ

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

 

১) সংস্থার নাম -  Bari Kothi Heritage Hotel 

পোস্টের নাম - হোটেল মার্কেটিং এক্সিকিউটিভ

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে 9836021888

 

 

২) সংস্থার নাম - Adret Software Services 

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে ।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৩) সংস্থার নাম - Energeniq Pvt Ltd 

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ - ৫ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

 

৪) সংস্থার নাম - Golchhashree Polymers & Chemicals 

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৫) সংস্থার নাম - Just Holidays Pvt Ltd

পোস্টের নাম - লেইসার ট্রাভেল কনসালট্যান্ট 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে  নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ