Calcutta High court: কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফার নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - স্টেনোগ্রাফার
শূন্যপদ - ২৫টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে দক্ষতা এবং শর্টহ্যান্ড এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২৮,৯০০/- টাকা - ৭৪,৫০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
স্কিল টেস্ট এবং আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট www.calcuttahighcourt.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে।
উল্লেখিত তথ্য হাতে লিখে বা টাইপ করে পাসপোর্ট ছবি সহ খামে ভরে স্ট্যাম্প সহ জমা করতে হবে এই ঠিকানায় - ' Registrar General, High Court, 3, Esplanade Row (West), Calcutta - 700001' ।
আবেদন মূল্য ৮০০/- টাকা। তবে এসসি/এসটি এর ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ৩০০/- টাকা।
আবেদন মূল্য জমা করতে হবে পোস্টাল অর্ডারের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of the " Registrar General, High Court, Calcutta " payable at G.P.O at Calcutta '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট www.calcuttahighcourt.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ