Private Jobs: ৫ টি সংস্থায় কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ চাকরি বা ব্যবসা - জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকেরই কিছু না কিছু দরকার। কিন্তু কি করবো ? কোথায় যোগাযোগ করবো ? কবে কোথায় চাকরিতে নিয়োগ হচ্ছে ? বা ব্যবসা করার সুযোগ কোথায় পাওয়া যাবে - এই ধরনের খবর হাতের কাছে সবসময় পাওয়া যায় না। এই সমস্ত তথ্যের উত্তর জানতে নিয়মিত চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইটে। সম্পূর্ণ তথ্য যাতে একসাথে পাওয়া যায় তার জন্য নিয়মিত প্রকাশিত হচ্ছে আমাদের এই বিশেষ প্রতিবেদন।
আরও পড়ুনঃ আসাম রাইফেলস এ বিভিন্ন পদে নিয়োগ
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।
১) সংস্থার নাম - Learnknow Digital
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
মাস্টার্স ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
২) সংস্থার নাম - Adret Software Services
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
ফ্রেসার্সরা আবেদনের যোগ্য।
কলকাতাতে নিয়োগ করা হবে ।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে korak.adretsoftware@gmail.com।
৩) সংস্থার নাম - BT Group
পোস্টের নাম - কাস্টোমার সার্ভিস সাপোর্ট অ্যাডভাইজার
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৪) সংস্থার নাম - Kobold Instruments Pvt Ltd
পোস্টের নাম - এরিয়া সেলস ম্যানেজার
ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
শিলিগুড়িতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৫) সংস্থার নাম - Bandhan Bank
পোস্টের নাম - রিলেশনশিপ ম্যানেজার
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now