ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : আসাম রাইফেলস এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

 

আরও পড়ুনঃ সরাসরি ইন্টারভিউ র মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ জানুয়ারি, ২০২৪ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

মোট শূন্যপদ - ৪৪ টি

 

কোন পোস্টে কয়টি শূন্যপদ আছে তা নীচে দিয়ে দেওয়া হল -

 

১) রাইফেল ম্যান (জেনারেল ডিউটি)

শূন্যপদ - ৩৮টি

যোগ্যতা -  মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে  ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

 

২) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (ওয়ারেন্ট অফিসার)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে টাইপিং এ দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

 

৩) ড্রটসম্যান (ওয়ারেন্ট অফিসার)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে  ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

 

৪) লাইন ম্যান ফিল্ড (রাইফেলম্যান)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ  সহ  সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে  ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

 

৫) রিকভারি ভেহিকেল মেকানিক (রাইফেলম্যান)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে  ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

 

৬) প্লাম্বার (রাইফেলম্যান)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে  ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

 


৭) এক্স রে অ্যাসিস্ট্যান্ট (রাইফেলম্যান)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে  ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

বেতন - আসাম রাইফেলস পার্সোনেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

 

পাশাপাশি উল্লেখিত মান অনুযায়ী শারীরিক উচ্চতা ও ওজন থাকতে হবে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন আসাম রাইফেলস এর অফিসিয়াল ওয়েবসাইট assamrifles.gov.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ জানুয়ারি, ২০২৪ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে অনলাইনে আসাম রাইফেলস এর অফিসিয়াল ওয়েবসাইট www.assamrifles.gov.in থেকে।

তারপর প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি খামে ভরে  জমা করতে হবে এই ঠিকানায় - DIRECTORATE GENERAL ASSAM RIFLES, ( RECRUITMENT BRANCH ), LAITKOR, SHILONG, MEGHALAYA  - 793010

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন আসাম রাইফেলস এর অফিসিয়াল ওয়েবসাইট assamrifles.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ