ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ চাকরি বা ব্যবসা - জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকেরই কিছু না কিছু দরকার। কিন্তু কি করবো? কোথায় যোগাযোগ করবো? কবে কোথায় চাকরিতে নিয়োগ হচ্ছে? বা ব্যবসা করার সুযোগ কোথায় পাওয়া যাবে - এই ধরনের খবর হাতের কাছে সবসময় পাওয়া যায় না। এই সমস্ত তথ্যের উত্তর জানতে নিয়মিত চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইটে। সম্পূর্ণ তথ্য যাতে একসাথে পাওয়া যায় তার জন্য নিয়মিত প্রকাশিত হচ্ছে আমাদের এই বিশেষ প্রতিবেদন।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।


১) সংস্থার নাম - Clirnet

পোস্টের নাম - প্রি সেলস এক্সিকিউটিভ 

কমপক্ষে গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম - Aero Armour 

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


আরও পড়ুনঃ কটন কর্পোরেশন এ অফিস স্টাফ নিয়োগ

৩) সংস্থার নাম - The Villa at Mandeville

পোস্টের নাম - একাউন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম - Invitron Digital Solutions 

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

দূর্গাপুরেতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে - 9679684586।


৫) সংস্থার নাম - Rectus Media 

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ