ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক :  দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে (Cotton Corporation of India Ltd. Recruitment) অফিস স্টাফ নিয়োগ করা হবে।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ। ইন্টারভিউ নেওয়া হবে ২৩ নভেম্বর, ২০২৪ তারিখে।


উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-


পোস্টের নাম - অফিস স্টাফ

শূন্যপদ - ৬১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী কমপক্ষে ২১ বছর।

পারিশ্রমিক - দিন প্রতি হিসেবে দেওয়া হবে।

অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি 



সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ। ইন্টারভিউ নেওয়া হবে ২৩ নভেম্বর, ২০২৪ তারিখে।


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now


আবেদন পত্র ডাউনলোড করতে হবে কটন কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট cotcorp.org.in থেকে। 

ইন্টারভিউ এর দিন প্রয়োজনীয় তথ্যাদি ও আবেদন পত্র সাথে নিয়ে যেতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কটন কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট cotcorp.org.in


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ