ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

 

আরও পড়ুনঃ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে বিভিন্ন পদে নিয়োগ

 

আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।

 

 

১) সংস্থার নাম - Ather Energy 

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

২) সংস্থার নাম - Pinnacle Infotech 

পোস্টের নাম -  বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে ।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৩) সংস্থার নাম - Caring Minds

পোস্টের নাম - ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে askminubudhia@caringminds.co.in। 

 

 

৪) সংস্থার নাম - Lupin Digital Health 

পোস্টের নাম - হেল্থ কোচ 

সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী সহ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৫) সংস্থার নাম - Qima 

পোস্টের নাম - ফুড ইন্সপেক্টর

সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে  নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ