NIFT Kolkata: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে বিভিন্ন পদে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2024-Estt(NIFT Kol)।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৯ এপ্রিল, ২০২৪ তারিখের মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) মেশিন মেকানিক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ বা ডিপ্লোমা এবং ৩ /৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৪
২) অ্যাসিস্ট্যান্ট (ফাইন্যান্স এন্ড একাউন্টস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট পাশ সহ ২ বছরের অভিজ্ঞতা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ সহ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৪
৩) অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন (মহিলা)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৪
৪) স্টেনোগ্রাফার গ্রেড - III
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও শর্ট হ্যান্ড এ এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৪
৫) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ ও প্রতি মিনিটে ২৫টি হিন্দি টাইপ করার দক্ষতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ২
৬) লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ২
৭) ল্যাব অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ বা ডিপ্লোমা এবং ৩ /৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ২
নির্বাচন পদ্ধতি
স্কিল টেস্ট /লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NIFT এর অফিসিয়াল ওয়েবসাইট nift.ac.in/kolkata/careers।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৯ এপ্রিল, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে অনলাইনে NIFT এর অফিসিয়াল ওয়েবসাইট nift.ac.in/kolkata/careers থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - ' Joint Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Block - LA, Plot - 3B, Sector - III, Saltlake City, Kolkata - 700106 '।
খামের উপর লিখতে হবে - " Application for the post of ___ "।
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIFT এর অফিসিয়াল ওয়েবসাইট nift.ac.in/kolkata/careers।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ