Private Job Updates: বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।
১) সংস্থার নাম - Seven
পোস্টের নাম - ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
২) সংস্থার নাম - Career Comfort
পোস্টের নাম - প্রসেস অ্যাসোসিয়েট
ভালো কমিউনিকেশন স্কিলস এবং সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে ।
আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে - 7889918973।
আরও পড়ুনঃ কলকাতার হাসপাতালে বিভিন্ন বিভাগে হাউস স্টাফ নিয়োগ
৩) সংস্থার নাম - Apna
পোস্টের নাম - ফিল্ড সেলস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৪) সংস্থার নাম - Woodrock Infotech Pvt Ltd
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ/কাস্টোমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ
কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের ইংরেজি ভাষাতে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে - 8017375425।
৫) সংস্থার নাম - Phosphea
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now