ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ


১) সংস্থার নাম - Office Master

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট

গ্র্যাজুয়েট পাশ সহ ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম - Meghnad Saha Institute of technology 

পোস্টের নাম - ভিজিটিং ফ্যাকাল্টি

M.E/M.Tech/MCA ডিগ্রী সহ সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি ও আবেদন পত্র পাঠাতে হবে এই ইমেল আইডিতে hod.cse@msit.edu.in


আরও পড়ুনঃ বিভিন্ন পদে নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন


৩) সংস্থার নাম - Say Rooms & Homes

পোস্টের নাম - কর্পোরেট/MICE সেলস এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ২ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে hr@sayrooms.com

যোগাযোগ - 8250972747


৪) সংস্থার নাম - The Neev Preschool

পোস্টের নাম - ক্লাসরুম ফেসিলিটেটর 

কমপক্ষে গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৫) সংস্থার নাম - Physicswallah 

পোস্টের নাম - ট্রেনি - কাউন্সেলিং

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now  

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ