ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (Indian Oil Corporation Limited Recruitment 2025) কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IOCL/MKTG/HO/REC/2025।
নিযুক্ত করা হবে মার্কেটিং ডিভিশনের বিভিন্ন পদে।


আবেদন করতে হবে অনলাইনে ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে।



পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য



১) জুনিয়র অপারেটর (Junior Operator)

শূন্যপদ - ২১৫টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে আই টি আই পাশ ও ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


২) জুনিয়র অ্যাটেনডেন্ট (Junior Attendant)

শূন্যপদ - ২৩টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।


৩) বিসনেস অ্যাসিস্ট্যান্ট (Business Assistant)

শূন্যপদ - ৮টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ টাইপিং এ দক্ষতা এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


আরও পড়ুনঃবেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।



নির্বাচন পদ্ধতি 



কম্পিউটার বেসড টেস্ট ও প্রফিসিয়েন্সি বা স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা এপ্রিল, ২০২৫ তারিখ।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট এর অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে অনলাইনে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট iocl.com/latest-job-opening  এর মাধ্যমে ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে।

আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যানের ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now


আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ