Private Job Updates: বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।
আরও পড়ুনঃ ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
১) সংস্থার নাম - Micro Center India - TIPL Venture
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
২) সংস্থার নাম - Shrachi Group
পোস্টের নাম - জুনিয়র সেলস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ - ৫ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৩) সংস্থার নাম - FilingRabbit
পোস্টের নাম - ইনসাইড সেলস এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৪) সংস্থার নাম - Automate Accelerator
পোস্টের নাম - অ্যাপয়েন্টমেন্ট সেটার
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে hr@teletrixinfotech.com। ইমেলের সাবজেক্টে লিখতে হবে ' SDR '।
৫) সংস্থার নাম - Work Chaupal
পোস্টের নাম - কমিউনিটি রিলেশনস ম্যানেজার
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now