ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

 

১) সংস্থার নাম - MindEdge Solutions 

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ - ৫ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now  

 

২) সংস্থার নাম - Home Lane

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ৫ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে ।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ ডাক বিভাগ এর মেল মোটর সার্ভিসে কর্মী নিয়োগ

 

৩) সংস্থার নাম - Hotel Annapurna

পোস্টের নাম - ফ্রন্ট অফিস রিসেপশনিস্ট

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বিষ্ণুপুরে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৪) সংস্থার নাম - Career Comfort

পোস্টের নাম - কাস্টোমার কেয়ার এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়েই আবেদনের যোগ্য।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের  জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে - 7439636881

 

৫) সংস্থার নাম - Sprout Road

 পোস্টের নাম - গ্রাফিক ডিজাইনার 
 
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে  নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ