ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ডাক বিভাগ দপ্তরের অন্তর্গত মেল মোটর সার্ভিসে ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ মে, ২০২৪ তারিখের মধ্যে।

 

আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-

 

পোস্টের নাম - স্টাফ কার ড্রাইভার

শূন্যপদ - ২৭টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ১৯,৯০০/- - ৬৩,২০০/- টাকা

প্রবেশন পিরিয়ড - ২ বছর

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

ড্রাইভিং টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ মে, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Manager, Mail Motor Service, Bengaluru - 560001'।

খামের উপর লিখতে হবে - " Application for the post of Staff Car Driver (Direct Recruitment) at MMS, Bengaluru "।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ