Private jobs: সবার জন্য কাজের সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।
আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।
১) সংস্থার নাম - SpeakSmart Academy
পোস্টের নাম - শিক্ষক
বি. এড ডিগ্রী পাশ সহ ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
২) সংস্থার নাম - BikriMart
পোস্টের নাম - সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
বালিতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৩) সংস্থার নাম - Dr. Reddy's Laboratories
পোস্টের নাম - ফিল্ড ম্যানেজার
বিজ্ঞান বিষয় সহ গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।
সোনামুখীতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ সরাসরি ইন্টারভিউ! কর্মী নিয়োগ করছে দামোদর ভ্যালি কর্পোরেশন
৪) সংস্থার নাম - Studio Mi Casa
পোস্টের নাম - জুনিয়র ইন্টেরিয়র ডিজাইনার
সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী ও সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৫) সংস্থার নাম - Deson Social
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
মেদিনীপুরে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now