Kolkata police Recruitment: কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - WBPRB/NOTICE - 2024/11(CONS._LC_KP_24)।
ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে ২৯ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে।
আরও পড়ুনঃ সবার জন্য কাজের সুযোগ
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - কনস্টেবল
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ বাংলা ভাষাতে কথা বলা, লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
স্পোর্টস কোটাতে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে wbpolice এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbpolice.gov.in এর মাধ্যমে ২৯ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন wbpolice এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbpolice.gov.in।
অফিসয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ