ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

 

আরও পড়ুনঃ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

১) সংস্থার নাম - Flixbug Original

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

 

২) সংস্থার নাম - RHS Engineering Services

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী/ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে ।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৩) সংস্থার নাম - Frankfinn

পোস্টের নাম - পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

 

৪) সংস্থার নাম - Mariott Hotels 

পোস্টের নাম - লন্ড্রি এক্সিকিউটিভ

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৫) সংস্থার নাম - Bandhan Bank

পোস্টের নাম - ডিজিট্যাল প্রোডাক্ট ম্যানেজার

সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে  নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ