Fodder Station Job: পশুখাদ্য কেন্দ্রে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: রিজিওনাল ফডার স্টেশনে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৬ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে।
আরও পড়ুনঃ আই ডি বি আই ব্যাঙ্কে শতাধিক নিয়োগ
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - ফার্ম অ্যাটেনডেন্ট কাম লেবারার
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
প্রবেশন পিরিয়ড - ২ বছর
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং প্রফিসিয়েন্সি টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ফডার স্টেশনের অফিসিয়াল ওয়েবসাইট rsfpdkalyani.com।
কল্যাণীতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৬ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে ফডার স্টেশনের অফিসিয়াল ওয়েবসাইট rsfpdkalyani.com থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Director Incharge, Regional Fodder Station, Kalyani, Post Office - Netaji Subhash Sanatorium, Nadia - 741251 '।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ফডার স্টেশনের অফিসিয়াল ওয়েবসাইট rsfpdkalyani.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ