ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: আই ডি বি আই ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে মোট ৫০০ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 13/2023-24।

নিযুক্ত করা হবে ব্যাঙ্কের পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স (PGDBF) কোর্সের মাধ্যমে। কোর্স শেষে ম্যানেজার পোস্টে নিয়োগের আগে থাকছে ট্রেনিং পিরিয়ড এ স্টাইপেন্ড ও দুই মাসের ইন্টার্নশিপ এর সুযোগ।

 

আরও পড়ুনঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২৫ জন কর্মী নিয়োগ

আবেদন করতে হবে অনলাইনে ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

পোস্টের নাম - জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

শূন্যপদ - ৫০০টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - প্রথম ৬ মাসের স্টাইপেন্ড ৫০০০/- টাকা, পরবর্তী ২ মাসের ইন্টার্নশিপ ১৫,০০০/- টাকা। তারপরে বেতন প্রায় ৫০,০০০/- টাকা।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

অনলাইন টেস্ট হওয়ার সম্ভাব্য তারিখ ১৭ মার্চ, ২০২৪।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IDBI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে IDBI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in এর মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের মধ্যে।

ইন্টিমেশান চার্জ সহ আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ইন্টিমেশান চার্জ বাবদ কেবল ২০০/- টাকা জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/IMPS ইত্যাদির মাধ্যমে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IDBI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ