ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অফিসার ও ম্যানেজার পোস্টে ১০২৫ জন কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) অফিসার (ক্রেডিট)

শূন্যপদ - ১০০০টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী বা ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৬,০০০/- টাকা - ৬৩,৮৪০/- টাকা

 

২) ম্যানেজার (ফোরেক্স)

শূন্যপদ - ১৫টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৮১০/- টাকা

 

আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর

৩) ম্যানেজার (সাইবার সিকিউরিটি)

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৮১০/- টাকা

 

৪) সিনিয়র ম্যানেজার (সাইবার সিকিউরিটি)

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী ও ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ২৭ বছর থেকে ৩৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ৬৩,৮৪০/- টাকা - ৭৮,২৩০/- টাকা

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ র মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় মার্চ/এপ্রিল, ২০২৪।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর ও বর্ধমানে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন PNB এর অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে PNB এর অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in এর মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের এর মধ্যে।


আবেদন মূল্য ১০০০/- টাকা+GST। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল ৫০/- টাকা + GST জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন PNB এর অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ