AAICLAS Recruitment: এয়ারপোর্ট এর লজিস্টিকস সার্ভিসে শতাধিক কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : এএআই কার্গো লজিস্টিকস এন্ড আলায়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেডে (AAI Cargo Logistics & Allied Services Company Limited) ২৭৪টি শূন্যপদে কর্মী নিয়োগ (AAICLAS Recruitment 2024) করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।
আরও পড়ুনঃ বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - সিকিউরিটি স্ক্রিনার (ফ্রেশার)
শূন্যপদ - ২৭৪টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
প্রবেশন পিরিয়ড - ১ বছর
বেতনক্রম - প্রবেশন পিরিয়ডে স্টাইপেন্ড হিসেবে ১৫,০০০/- টাকা দেওয়া হবে। তারপর প্রথম বছর ৩০,০০০/- টাকা, দ্বিতীয় বছর ৩২,০০০/- টাকা ও তৃতীয় বছর ৩৪,০০০/- টাকা।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের পার্সোনাল ইন্টারেকশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন AAICLAS এর অফিসিয়াল ওয়েবসাইট www.aaiclas.aero।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে AAICLAS এর অফিসিয়াল ওয়েবসাইট www.aaiclas.aero এর মাধ্যমে ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।
আবেদন মূল্য ৭৫০/- টাকা। তবে এসসি/এসটি/মহিলা/এক্স সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ১০০/- টাকা জমা করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AAICLAS এর অফিসিয়াল ওয়েবসাইট www.aaiclas.aero।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।