ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ (Freshers or Experienced) - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে (Private Job Vacancy) কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ


১) সংস্থার নাম - Web Art Technology Pvt Ltd

পোস্টের নাম - কাস্টোমার কেয়ার এক্সিকিউটিভ

কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম - Bari Kothi Heritage Hotel

পোস্টের নাম - কালচারাল রিপ্রেজেন্টেটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্ঞান ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

মুর্শিদাবাদে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৩) সংস্থার নাম - Akasa Coworking 

পোস্টের নাম - কমিউনিটি এক্সিকিউটিভ

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

বিধাননগরে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম - Ayu Mantra

পোস্টের নাম - ই কমার্স এক্সিকিউটিভ

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now  


৫) সংস্থার নাম - Pixel Solution.in

পোস্টের নাম - সেলস মার্কেটিং এক্সিকিউটিভ

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ