জেলা আদালতে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : জেলা আদালতে পিয়ন, সুইপার, ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/RC-21।
অষ্টম শ্রেণী পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আরও পড়ুন-
আবেদন করতে হবে অনলাইনে ১০ জুন, ২০২২ এর মধ্যে।
আরও পড়ুন- একসাথে ১৪ টি সরকারি সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ
চাকরি ও স্কিল সংক্রান্ত প্রতিটি খবরের সঠিক তথ্য সবার আগে পেতে লাইক ও ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ এবং স্কিল বেঙ্গল এর - ওয়েবসাইট।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সুইপার
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - বাংলা ভাষা পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৪৩,৬০০/- টাকা
আরও পড়ুন- শুরু হল ৪র্থ দফার ‘দুয়ারে সরকার’—জেনে নিন খুঁটিনাটি
২) পিয়ন/নাইট গার্ড
শূন্যপদ - ২৮টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৪৩,৬০০/- টাকা
আরও পড়ুন- স্বল্পমূল্যে সরকারি প্যরামেডিক্যাল কোর্স করার সুযোগ
৩) প্রসেস সার্ভার (সমন বেলিফ)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২১,০০০/- টাকা - ৫৪,০০০/- টাকা
আরও পড়ুন- কিশোর কুমারের পুনর্জন্ম ! শুনুন কালজয়ী গান
৪) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ২২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং কম্পিউটারের ট্রেনিং সার্টিফিকেট এর পাশাপাশি অপারেশন ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা
আরও পড়ুন- সম্পর্ক ভাল রাখতে নিজেকে ভালো রাখুন
৫) ইংলিশ স্টেনোগ্রাফার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং কম্পিউটারের ট্রেনিং সার্টিফিকেট এর পাশাপাশি অপারেশন , শর্টহ্যান্ড - এ কমপক্ষে প্রতি মিনিটে ৮০টি শব্দ ও টাইপিং এ প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩২,১০০/- টাকা - ৮২,৯০০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
আরও পড়ুন- চাকরি থেকে বরখাস্ত সহ বেতন ফেরতের নির্দেশ মন্ত্রী কন্যাকে
নির্বাচন পদ্ধতি
প্রতি পোস্টের ক্ষেত্রেই লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারে টাইপিং টেস্ট ও পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে।
কেবল মাত্র সুইপার পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রতিটি পোস্টের লিখিত পরীক্ষার ধরণ, নম্বর, সিলেবাস, পরীক্ষার তারিখ প্রভৃতি বিস্তারিত জানতে দেখুন জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইট https://www.calcuttahighcourt.gov.in বা https://districts.ecourts.gov.in/jhargram বা https://www.Jhargram.gov.in।
লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
নিয়োগ করা হবে ঝাড়গ্রাম জেলা আদালতে।
আরও পড়ুন- লিভ ইন না কি লিভ আউট !
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে আদালতের অফিসিয়াল ওয়েবসাইট https://www.calcuttahighcourt.gov.in বা https://districts.ecourts.gov.in/jhargram বা https://www.Jhargram.gov.in এর মাধ্যমে ১০ জুন, ২০২২ এর মধ্যে।
সুইপার/পিয়ন/নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৬০০/- টাকা । তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪০০/- টাকা।
প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৭০০/- টাকা । তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৫০০/- টাকা।
লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৭০০/- টাকা । তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৫০০/- টাকা।
ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৮০০/- টাকা । তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৬০০/- টাকা।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI এর মাধ্যমে।
একজন আবেদনকারী কেবল মাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পোস্টে আবেদন করা যাবে না।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন আদালতের অফিসিয়াল ওয়েবসাইট https://www.calcuttahighcourt.gov.in বা https://districts.ecourts.gov.in/jhargram বা https://www.Jhargram.gov.in ।