স্বল্পমূল্যে সরকারি প্যরামেডিক্যাল কোর্স করার সুযোগ
সুদীপ ঘোষ:- উচ্চমাধ্যমিক পাশের পর এমন কিছু স্বল্পমেয়াদী কোর্স রয়েছে যার ট্রেনিং নিলে রোজগারের জন্য অন্তত ভাবতে হবে না। এমনই একটি কোর্স হল প্যারামেডিকেল কোর্স। তার ওপর যদি কোর্সটি সরকারি হয় তাহলে তো কথাই নেই।
আরও পড়ুন -
পূর্ব বর্ধমানের রুরাল ট্রেনিং সেন্টারে এস. টি. ভি. টি প্রোগ্রামের অধীনে ৬ মাস ও ১২মাসের প্যারামেডিকেল কোর্স করানো হবে।
এখন ফর্ম ফিল আপ চলছে। মোট আসন ২০০ টি (প্রতিটি কোর্সে ৪০ টি করে সিট)।
কোর্স অনুযায়ী যোগ্যতা
১) ৬ মাসের কোর্স (এক্স-রে এবং ই. সি. জি)- উচ্চ মাধ্যমিক পাশ।
২) ১২মাসের কোর্স (মেডিকেল ল্যাবরেটরি, রেডিওলজি এবং কার্ডিয়াক টেকনিশিয়ান)- বিজ্ঞান বিভাগ সহ উচ্চ মাধ্যমিক পাশ। মাধ্যমিক পাশরা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ৬ মাসের কোর্সে আবেদন করতে পারবেন।
কোর্স ফি
১) ৬ মাসের কোর্স- ৬০০০ টাকা
২) ১২ মাসের মেডিকেল ল্যাবরেটরি- ১৫০০০ টাকা ।
৩) ১২ মাসের রেডিওলজি ১২০০০ টাকা।
৪) ১২ মাসের কার্ডিয়াক টেকনিশিয়ান- ১২০০০ টাকা।
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Now
আবেদন পদ্ধতি
নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। ফর্ম সংগ্রহ করতে হবে অফিস থেকে।
অফিসের ঠিকানা - রুরাল ট্রেনিং সেন্টার। সি. এম. ও. এইচ অফিস। খোস বাগান। বর্ধমান। পূর্ব বর্ধমান।
শনি, রবি ও ছুটির দিন বাদে ফর্ম পাওয়া যাবে ৩০ মে বিকেল ৪ টে পর্যন্ত।
পূরণ করা ফর্ম জমা করতে হবে ৩১ মে, বিকেল ৪ টের মধ্যে। পূরণ করা ফর্মের সঙ্গে দিতে হবে জেরক্স ও
স্বপ্রত্যয়িত করা এই সকল নথি - মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট, উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মার্কশিট,
আধার/প্যান/ভোটার/রেশন কার্ডের মধ্যে যে কোনও একটি, জাতিগত শংসাপত্র এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে - https://purbabardhaman.nic.in/ ।