ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ স্কিল ইন্ডিয়া মিশনের অধীনে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। আই টি আই পাশ ছাত্রছাত্রীরা ছাড়াও যারা আই টি আই  পাশ নন তারাও যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

ট্রেনিং চলাকালীন আই টি আই পাশ দের ক্ষেত্রে মাসিক ৭ হাজার টাকা এবং যারা আই টি আই পাশ নন তাদের মাসিক ৬ হাজার টাকা দেওয়া হবে।

ট্রেনিং দেওয়া হবে ১৯৬১ এর  অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর “YIL ADVERTISEMENT No. 1457”। যারা নির্বাচিত হবেন তাদের ব্যাচ নম্বর ৫৭।  

আবেদন করতে হবে অনলাইনে ৩০ মার্চ, ২০২৩ এর মধ্যে। কীভাবে কোন লিঙ্কে আবেদন করবেন তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই প্রতিবেদনের শেষে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download PDF

 

 

কারা আবেদন করতে পারবেন

 

 

১) যারা আই টি আই পাশ ননঃ অঙ্ক এবং বিজ্ঞানের প্রতিটিতে কমপক্ষে ৪০% নম্বর সহ মাধ্যমিকে মোট ৫০% নম্বর থাকতে হবে।

২) যারা আই টি আই পাশঃ মাধ্যমিকে ৫০% নম্বর এবং সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে। 

বয়স হতে হবে ৩০ মার্চ, ২০২৩ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। আই টি আই পাশরা কোর্সের মেয়াদ অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 

 

ট্রেড অনুযায়ী শূন্যপদের তালিকা - Download PDF

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। আই টি আই এবং নন আই টি আই – দুটি আলাদা মেধা তালিকা প্রকাশিত হবে।

কবে কখন মেধা তালিকা প্রকাশিত হবে তা জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইট। 

 

 

কীভাবে আবেদন করবেন

 

 

আবেদন করতে হবে অনলাইনে নীচে দেওয়া লিঙ্কের কেরিয়ার সেকশনে।

আবেদনের লিঙ্ক -  https://www.yantraindia.co.in/

আবেদনের শেষ তারিখ ৩০ মার্চ, ২০২৩। যারা অলরেডি কেন্দ্রীয় সরকারের www.apprenticeship.gov.in এই ওয়েবসাইটে আবেদন করেছেন তাদের এই ট্রেনিং এর সুযোগ পেতে হলে যাত্রা ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে আবারও আবেদন করতে হবে ।

জেনারেল এবং ওবিসি  দের ক্ষেত্রে আবেদনের ফি ২০০ টাকা। মহিলা সহ অন্যান্য ক্যাটেগরির আবেদনকারীদের জন্য ফি ১০০ টাকা। 

মনে রাখতে হবে যাদের অ্যাপ্রেন্টিস এর সার্টিফিকেট রয়েছে এবং যারা এখন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করছেন তারা আবেদন করবেন না। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট বা আবেদনের সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন হেল্পডেস্ক নম্বর  8296989935 এ।

রবিবার এবং ছুটির দিন ছাড়া সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ