ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ওম্যানস খ্রিস্টিয়ান কলেজে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

শূন্যপদ - ২টি

ভূগোল বিষয়ের জন্য একজন এবং ইতিহাস বিষয়ের জন্য একজন নিয়োগ করা হবে।

 

২) লাইব্রেরিয়ান

শূন্যপদ - ১টি

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই যোগ্যতা ও বয়স থাকতে হবে ইউ জি সি এবং স্টেট গভর্নমেন্ট এর নিয়ম অনুযায়ী।


আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। মার্কশিট ও সার্টিফিকেট সহ প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি জমা করতে হবে এই ঠিকানায় - ' Women's Christian College, 6, Greek Chruch Row, Kolkata - 700026

আবেদন মূল্য ৭০০/- টাকা। জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of " WOMEN'S CHRISTIAN COLLEGE " payable at Kolkata '

তথ্য সূত্রঃ এ বি পি

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ