Western Coalfields: ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে শতাধিক কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে মোট ৮৭৫ জন কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর, ২০২৩।
আরও পড়ুনঃ স্বাস্থ্য দপ্তরে ১৫০০ অফিসার নিয়োগ
ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961অনুযায়ী।
মেয়াদ - ১ বছর
ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য
ক) যে যে ট্রেডে আই টি আই পাশ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
১) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২২৪টি
২) ফিটার
শূন্যপদ - ২২২টি
৩) ইলেকট্রিশিয়ান
শূন্যপদ - ২২৫টি
৪) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক)
শূন্যপদ - ৫২টি
৫) সার্ভেয়ার
শূন্যপদ - ৯টি
৬) মেকানিক (ডিজেল)
শূন্যপদ - ৪২টি
৭) ওয়্যারম্যান
শূন্যপদ - ১৯টি
৮) ড্রটসম্যান (সিভিল)
শূন্যপদ - ৮টি
৯) পাম্প অপারেটর কাম মেকানিক
শূন্যপদ - ৬টি
১০) টার্নার
শূন্যপদ - ৩টি
১১) মেসিনিস্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
স্টাইপেন্ড - এক বছরের কোর্সে আই টি আই পাশ হলে ৭,৭০০/- টাকা এবং দুই বছরের আই টি আই কোর্সে হলে ৮,০৫০/- টাকা।
খ) যে ট্রেডে ফ্রেশার ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে তা হল -
১) সিকিউরিটি গার্ড
শূন্যপদ - ৬০টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
স্টাইপেন্ড - ৬০০০/- টাকা
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৬ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন WCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.westerncoal.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে WCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.westerncoal.in এর মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর, ২০২৩।
তবে আবেদন করার আগে অবশ্যই www.apprenticeshipindia.org তে রেজিস্ট্রেশন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন WCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.westerncoal.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।