WB Govt. Recruitment: উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ।
স্কিল বেঙ্গল ডেস্ক : উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ। রাজ্যের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলে কর্মী নিয়োগ করা হবে (WB Govt. Recruitment 2025)।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল
পোস্টের নাম - কমিউনিটি অডিটর
শূন্যপদ - ১১টি
যোগ্যতা - কমার্সের বিষয় সহ কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ থাকলেও আবেদন করতে পারবেন।
বয়স - বয়স হতে হবে ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - দিন প্রতি ৬০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.paschimbardhaman.gov.in।
পশ্চিম বর্ধমান জেলায় এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.paschimbardhaman.gov.in থেকে। তারপর সেই আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - " Anandadhara, District Rural Development Cell, (DffiC), First Floor Civil Defence Building Asansol, Paschim Bardhaman "।
কোনো আবেদন মূল্য নেই।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট paschimbardhaman.gov.in।
Download Official Notification
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।