ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে  সাব ইন্সপেক্টর পোস্টে শতাধিক কর্মী নিয়োগ করা হবে।

ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৯ আগস্ট, ২০২৩ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর, ২০২৩।

 

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল - 

 

পোস্টের নাম - সাব ইন্সপেক্টর / সাব ইন্সপেক্ট্রেস

মোট শূন্যপদ - ১৬৯টি 

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ হতে হবে। পাশাপাশি বাংলা ভাষাতে কথা বলা, লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে। এছাড়াও শারীরিক ভাবে সক্ষম হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৩২,১০০/- টাকা - ৮২,৯০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পার্সোনালিটি টেস্ট এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন WBPRB এর অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in অথবা রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in অথবা WBCS এর অফিসিয়াল ওয়েবসাইট http://wbcorrectionalservices.gov.in

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে WBPRB এর অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in অথবা রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in অথবা WBCS এর অফিসিয়াল ওয়েবসাইট http://wbcorrectionalservices.gov.in এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৯ আগস্ট, ২০২৩ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর, ২০২৩।

 

প্রসেসিং ফি সহ আবেদন মূল্য ২৭০/- টাকা। তবে এসসি /এসটির ক্ষেত্রে প্রসেসিং ফি বাবদ কেবল ২০/- টাকা জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI প্রভৃতির মাধ্যমে।

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন WBPRB এর অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in অথবা রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in অথবা WBCS এর অফিসিয়াল ওয়েবসাইট http://wbcorrectionalservices.gov.in

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ