ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীর অন্তর্গত ক্যান্টনমেন্টে সাফাইওয়ালা, ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। 

কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতার ছেলেমেয়ে সকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ১৯ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) সাফাইওয়ালা

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ এবং আঞ্চলিক  ভাষাতে কথা বলার  দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২২ অনুযায়ী  ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৫,৭০০/- টাকা - ৫০,০০০/- টাকা

 

২) লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ - ২টি

যোগ্যতা - যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং কম্পিউটারের MS - Office ও টাইপিং এ প্রতি মিনিটে কমপক্ষে ৩৫টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২২ অনুযায়ী  ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৫০০/- টাকা - ৬২,০০০/- টাকা

 

৩) নার্সিং অ্যাসিস্ট্যান্ট (পুরুষ)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - জেনারেল নার্সিং ও মিডউইফেরি তে ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২২ অনুযায়ী  ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৫,৭০০/- টাকা - ৫০,০০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Dolwnload Now

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি

 

 প্রতিটি পোস্টের ক্ষেত্রেই লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। কেবলমাত্র সাফাইওয়ালা পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যান্টনমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট

তামিলনাড়ু রাজ্যের ওয়েলিংটন ক্যান্টনমেন্টে নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে ক্যান্টনমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট - https://wellington.cantt.gov.in/recruitment এর মাধ্যমে ১৯ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন করে আবেদন পত্র (এক্সেল শিট), ছবি ও সিগনেচার এর স্ক্যান সহ ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে - cbwell.rect@gmail.com

আবেদন মূল্য ১৫০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/বিধবা স্ত্রী/তৃতীয় লিঙ্গ এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে RTGS/NEFT/IMPS এর মাধ্যমে।

Name - The Chief Executive Officer 
A/c No. 38748594809
Bank - State Bank of India
IFSC Code - SBIN0000828
Branch - Coonoor

একজন আবেদনকারী একাধিক পোস্টে আবেদন করতে পারবেন। তবে পৃথকভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যান্টনমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট - https://wellington.cantt.gov.in/recruitment

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ