ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস  এ ২০২২ - ২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রী কোর্সে ভর্তি নেওয়া হবে। কোর্স করানো হবে ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমাল হাসব্যান্ড্রি  বিষয়ের ওপর।

আবেদন করতে হবে অনলাইনে ২৫ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

 

কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য

 

কোর্সের নাম - ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমাল হাসব্যান্ড্রি

আসন সংখ্যা - ১০০টি

কোর্সের মেয়াদ - ৫ বছর ৬ মাস

যোগ্যতা - কমপক্ষে ৫০%  নম্বর নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি অথবা বায়োলজি এবং ইংরেজি বিষয় সহ

উচ্চমাধ্যমিক পাশ এবং NEET-UG-2022 পরীক্ষায় কোয়ালিফাই হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৭ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ও নম্বরের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি

 

আবেদন পত্রে দেওয়া যোগ্যতার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নির্বাচিত করা হবে।

মেধা তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর, ২০২২।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

নদীয়া জেলার মোহনপুর ক্যাম্পাসে এই কোর্স করানো হবে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল http://www.wbuafsce.org এর মাধ্যমে ২৫ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbuafsce.org

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ