WBSU recruitment: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ করা হবে।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। ইন্টারভিউ নেওয়া হবে ১৩ জুন, ২০২৩ তারিখে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - প্রোজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - জীবন বিজ্ঞান শাখার যে কোন বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং NET/GATE পরীক্ষা দিয়ে থাকতে হবে।
পারিশ্রমিক - ৩১,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। ইন্টারভিউ নেওয়া হবে ১৩ জুন, ২০২৩ তারিখে। সিভি সহ সকল প্রয়োজনীয় তথ্যাদি নিয়ে যেতে হবে এই ঠিকানায় - ' West Bengal State University, Berunanpukuria, Malikapur Barasat, North 24 Parganas, Kolkata - 700126 , Zoology Dept. '।
সময় - সকাল ১১টা
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ইমেল করতে পারেন এই ইমেল আইডিতে shamee.zoology@wbsu.ac.in।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbsu.ac.in