ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg
স্কিল বেঙ্গল ডেস্কঃ অ্যাসিস্ট্যান্ট এবং সাপোর্ট স্টাফ সহ বিভিন পদে কর্মী নিয়োগ করছে  রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীন কৃষি বিজ্ঞান কেন্দ্র।
 
এই নিয়োগের মেমো নম্বর 000/050/Recruitment/KVK/2022/140। 
 
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ৭ মার্চ, ২০২৩ এর মধ্যে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
 
আবেদনের অফিসিয়াল বয়ান এর পি ডি এফ ফাইল,  কোন পোস্টে কারা আবেদন করতে পারবেন, কেমন কি বেতন এবং আবেদনের ঠিকানা সহ বিস্তারিত তথ্য পরপর দেওয়া হল।
 
 

 

পোস্ট অনুযায়ী যোগ্যতা

 

 
১) সাপোর্ট স্টাফ – মাধ্যমিক বা আই টি আই পাশরা ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 
 
২) অ্যাসিস্ট্যান্ট – যে কোনও শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটারে কাজের জ্ঞান এবং ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 
 
৩) ড্রাইভার - মাধ্যমিক পাশ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে  ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী অনুর্ধ ৩২ বছর।  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 
 
৪) স্টেনোগ্রাফার - যে কোনও শাখার অনার্স গ্র্যাজুয়েটরা কম্পিউটারে কাজের জ্ঞান এবং স্টেনোগ্রাফির সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে  ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী অনুর্ধ ৩২ বছর।  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 
 
৫) ফার্ম ম্যানেজার – এগ্রিকালচার বা এগ্রিকালচার সম্পর্কিত বিজ্ঞানের যে কোনও বিষয়ের গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য। বাংলায় কথা বলতে পারা, লেখা এবং পড়া এই পোস্টের অন্যতম যোগ্যতা। বয়স হতে হবে  ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী অনুর্ধ ৩২ বছর।  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 
 
৬) প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (এগ্রোম্যাট অবজারভার) - এগ্রিকালচার বা এগ্রিকালচার সম্পর্কিত বিজ্ঞানের যে কোনও বিষয়ের গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য। বাংলায় কথা বলতে পারা, লেখা এবং পড়া এই পোস্টের অন্যতম যোগ্যতা। বয়স হতে হবে  ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী অনুর্ধ ৩২ বছর।  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 
 
৭) প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (ল্যাব টেকনিশিয়ান) - এগ্রিকালচার বা এগ্রিকালচার সম্পর্কিত বিজ্ঞানের যে কোনও বিষয়ের গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য। বাংলায় কথা বলতে পারা, লেখা এবং পড়া এই পোস্টের অন্যতম যোগ্যতা। বয়স হতে হবে  ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী অনুর্ধ ৩২ বছর।  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 
 
৮) সাবজেক্ট ম্যাটার স্পেশালিষ্ট (এগ্রো মেটেরিওলজি) – এগ্রিকালচার এ বি এস সি অনার্সের পর এগ্রো মেটেরিওলজি তে মাস্টার্স ডিগ্রি পাশরা আবেদনের যোগ্য। বাংলায় কথা বলতে পারা, লেখা এবং পড়া এই পোস্টের অন্যতম যোগ্যতা। বয়স হতে হবে  ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী অনুর্ধ ৩২ বছর।  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 
 
৯) সাবজেক্ট ম্যাটার স্পেশালিষ্ট (অ্যানিম্যাল হাজবেন্ড্রি) – ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সের ডিগ্রি বা  মাস্টার্স ডিগ্রি পাশরা আবেদনের যোগ্য। বাংলায় কথা বলতে পারা, লেখা এবং পড়া এই পোস্টের অন্যতম যোগ্যতা। বয়স হতে হবে  ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী অনুর্ধ ৩২ বছর।  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 
 
১০) সাবজেক্ট ম্যাটার স্পেশালিষ্ট (হোম সায়েন্স) – হোম সায়েন্স / ফুড অ্যান্ড নিউট্রিশান / কমিউনিটি সায়েন্স এ বি এস সি র পর সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি পাশরা আবেদনের যোগ্য। বাংলায় কথা বলতে পারা, লেখা এবং পড়া এই পোস্টের অন্যতম যোগ্যতা। বয়স হতে হবে  ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী অনুর্ধ ৩২ বছর।  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 
 
১১) সাবজেক্ট ম্যাটার স্পেশালিষ্ট (ক্রপ প্রোডাকশান) – এগ্রিকালচার এ বি এস সি অনার্স এবং এগ্রোনমি তে এম এস সি  পাশরা আবেদনের যোগ্য। বাংলায় কথা বলতে পারা, লেখা এবং পড়া এই পোস্টের অন্যতম যোগ্যতা। বয়স হতে হবে  ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী অনুর্ধ ৩২ বছর।  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 
 
১২) প্রোগ্রাম কো – অর্ডিনেটর - এগ্রিকালচার / হর্টিকালচার / অ্যানিম্যাল সায়েন্স / ফিশারিজ এ ডক্টরেট এবং ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। বয়স হতে হবে  ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী অনুর্ধ ৪০ বছর।  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
 
 

পোস্ট অনুযায়ী বেতন

 

 

সিরিয়াল নম্বর ৫ থেকে ১২ নম্বর পর্যন্ত বেতনক্রম ৯০০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা। সিরিয়াল নম্বর ২ এবং ৪ এর ক্ষেত্রে বেতনক্রম ৭১০০ টাকা থেকে ৩৭৬০০ টাকা। সিরিয়াল নম্বর ১ এর ক্ষেত্রে বেতনক্রম ৪৯০০ টাকা থেকে ১৬,২০০ টাকা। সিরিয়াল নম্বর ৩ এর ক্ষেত্রে বেতনক্রম ৫৪০০ টাকা থেকে ২৫২০০ টাকা।
 
 

আবেদন পদ্ধতি

 
 
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনের শেষ তারিখ – ৭ মার্চ, ২০২৩।
 
আবেদনপত্রের অফিসিয়াল বয়ান – Download Now
 
প্রয়োজনীয় সার্টিফিকেটের সেলফ আটেস্টেড কপি সহ পূরণ করা আবেদনপত্র স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছাতে হবে এই ঠিকানায় – “Administrative Secretary, West Bengal Comprehensive Area Development Corporation, Mrittika Bhavan, 18/9, D D Block, Saltlake, Kolkata – 700064”। 
 
কোন পোস্টের জন্য আবেদন করছেন তা খামের ওপরে লিখে দেবেন।
 
আর বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট - https://wbcadc.com/  বা https://wbprd.gov.in/
 
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ