WBPDCL job: ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - WBPDCL/Apprentice/2023/01।
ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 & Apprenticeship Rules 1992 অনুযায়ী।
মেয়াদ - ১ বছর।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ আগস্ট, ২০২৩ তারিখ থেকে এবং শেষ তারিখ ২১ আগস্ট, ২০২৩।
ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য
ক) যে যে ট্রেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
১) মেকানিকাল
শূন্যপদ - ১২টি
২) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ১০টি
৩) ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স
শূন্যপদ - ৫টি
৪) মাইনিং
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
স্টাইপেন্ড - ৯০০০/- টাকা
খ) যে যে ট্রেডে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
৫) মেকানিকাল
শূন্যপদ - ১৩টি
৬) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ১০টি
৭) ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে।
স্টাইপেন্ড - ৮০০০/- টাকা
তবে ২০২০, ২০২১ ও ২০২২ এ যারা ডিগ্রী/ডিপ্লোমা পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্য এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbpdcl.co.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbpdcl.co.in এর মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ আগস্ট, ২০২৩ তারিখ থেকে এবং শেষ তারিখ ২১ আগস্ট, ২০২৩।
তবে আবেদন করার আগে NATS এর অফিসিয়াল পোর্টাল www.mhrdnats.gov.in এ অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbpdcl.co.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।