WBJS: প্রিলি পরীক্ষা আগামী বছরের মার্চে, ঘোষণা PSC’র
স্কিল বেঙ্গল ডেস্কঃ ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ২০২২ এর প্রিলি পরীক্ষা হবে আগামী বছরের মার্চে। মেন পরীক্ষা হবে মে মাসে। আজ বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর ১৯/২০২২।
কমিশন সূত্রে খবর, এস সি / এস টি / ওবিসি প্রার্থী রা সর্বাধিক ৫ বার এবং অন্যান্য প্রার্থী রা সর্বাধিক ৩ বার এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
এই পরীক্ষায় আবেদন করতে হলে বাংলা ভাষায় লেখা, পড়া ও বলতে পারার দক্ষতা থাকা চাই। তবে নেপালি যাদের মাতৃভাষা তাদের ক্ষেত্রে এই ভাষাগত দক্ষতার আবশ্যিক তা প্রযোজ্য নয়।
কারা এই পরীক্ষায় বসার যোগ্য
আইনে স্নাতক এবং বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকলে ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন।
বয়স হতে হবে ৩০ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের এস সি / এস টি প্রার্থী রা ৫ বছর, ও বি সি প্রার্থী রা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। পাশাপাশি, ৪০% ও তার ওপরের প্রতিবন্ধী প্রার্থী রা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
শূন্য পদ
শূন্য পদ ২৯ টি।
১) Anticipated Vacancy - Unreserved –10, Scheduled Caste –02, Scheduled Tribe -01, OBC(A) – 02, OBC(B) –01, PwBD- 01
২) Clear Vacancy – Unreserved – 08, Scheduled Caste – 01, Scheduled Tribe- 01, OBC(A) –01, OBC(B)- 01.
বেতনক্রম
বেতনক্রম ২৭,৭০০ টাকা থেকে ৪৪,৭৭০ টাকা। (Rs.27,700-770-33090-920-40450-1080-44770/- (Pre-revised) )
নির্বাচিত প্রার্থী দের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে সিভিল জজ (জুনিয়র ডিভিশন) পোস্টে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ১০ জানুয়ারি, ২০২৩ থেকে ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের ফি ২১০ টাকা। পশ্চিমবঙ্গের এস সি / এস টি এবং ৪০% ও তার ওপরের প্রতিবন্ধী প্রার্থীদের কন আবেদনের ফি দিতে হবে না।
অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।