ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্যের জেলা মেডিক্যাল হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবে তা নীচে দেওয়া হল :-

 

পোস্টের নাম - সিনিয়র রেসিডেন্ট (SR) (অ্যানাস্থেশিওলজি)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - এমবিবিএস সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা/DNB ও কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই নিয়োগ হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ১৬ জানুয়ারি, ২০২৪ তারিখ।

সময় - দুপুর ২টো

ঠিকানা - Office of the Principal Malda Medical College, Singatala, English Bazar, Malda

ইন্টারভিউ এর সময় প্রয়োজনীয় তথ্যাদি ও পাসপোর্ট সাইজ ছবি সাথে নিয়ে যেতে হবে।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ