WB Health Jobs: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্সট্রাক্টর নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত আয়ুশ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে যোগা ইন্সট্রাক্টর নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে।
আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - যোগা ইন্সট্রাক্টর
মোট শূন্যপদ - ৩০টি (পুরুষ - ১৫টি, মহিলা - ১৫টি)
যোগ্যতা - মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি WBCYN দ্বারা রেজিস্টার্ড এবং আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
পারিশ্রমিক - সেশন প্রতি ২৫০/- টাকা।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্য, ডেমস্ট্রেশন ও ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in বা জেলার অফিসিয়াল ওয়েবসাইট alipurduar.gov.in।
আলিপুরদুয়ার জেলাতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in বা জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.alipurduar.gov.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - " Office of the Chief Medical Officer of Health & Member Secretary, D.H.& F.W.S, Babupara, Maya Talkies Road, Ward No. Xll, P.O. & District - Alipurduar, Pin - 736121 "।
আবেদন মূল্য ১০০/- টাকা। তবে সংরক্ষিত শ্রেণী গুলির ক্ষেত্রে আবেদন মূল্য ৫০/- টাকা। টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' in favour of " DH&FWS, ALIPURDUAR, NON - NHM ACCOUNT " payable at Alipurduar '।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in বা জেলার অফিসিয়াল ওয়েবসাইট alipurduar.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।