WB Health Jobs: স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : স্বাস্থ্য দপ্তরের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনস্থ হেলথ মিশনের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৮ জুন, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) স্টাফ নার্স
শূন্যপদ - ২৯টি
যোগ্যতা - GNM / বি.এসসি নার্সিং পাশ সহ কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা
২) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২৯টি
যোগ্যতা - ANM/GNM কোর্স পাশ সহ কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে। পাশাপাশি বাংলা ভাষাতে কথা বলা, লেখা ও পড়াতে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ১৩,০০০/- টাকা
৩) মেডিক্যাল অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এমবিবিএস ডিগ্রী সহ কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৬৭ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৬০,০০০/- টাকা
৪) ড্রাইভার (ফুড সেফটি উইংস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ১১,৫০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
চুক্তি ভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৮ জুন, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে অনলাইনে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - ' Chief Medical Officer of Health, Hooghly, Administrative Office, 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly - 712101 '।
আবেদনের অফিসিয়াল বয়ানঃ Download Now
খামের উপর উল্লেখ করতে হবে কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটির নাম।
আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/ওবিসি/প্রতিবন্ধী এর ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ৫০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of " District Health & Family Welfare Samity Hooghly " A/C Non NHM payable at Kolkata '।
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে প্রতি পোস্টের জন্য পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in।